করোনার সংক্রমণ এড়াতে বন্ধ দেওয়া হয়েছিল সুন্দরবন। তবে পর্যটকদের অপেক্ষার সেই দিন এবার শেষ হতে যাচ্ছে। দীর্ঘ সাত মাস বন্ধের পর সুন্দরবনে প্রবেশাধিকার পেতে যাচ্ছেন পর্যটকরা। অনেকদিন গৃহবন্দি থাকার পর এই খবর ভ্রমণ পিপাসুদের আনন্দের উপলক্ষ হতে চলেছে।
জানা গেছে, আগামী নভেম্বরের শুরুতেই সুন্দরবন খুলে দেওয়া হচ্ছে পর্যটকদের জন্য। ইতোমধ্যে প্রি-বুকিংও শেষ পর্যায়ে ট্যুর অপারেটদের। ফলে অনেকদিন পর প্রাণ চাঞ্চল্য ফিরবে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পে। ২/১ দিনের মধ্যেই বন বিভাগ থেকে এই ঘোষণা দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে। তবে থাকছে অনেক নিয়ম-বিধি।
ইতোমধ্যে সম্প্রতি বন ও পরিবেশ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভায় সুন্দরবনকে পর্যটকদের জন্য খুলে দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। রেঞ্জ ও বিভাগীয় পর্যায়ে ২/১ দিনের মধ্যেই অধিদফতর থেকে নির্দেশনা আসতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
বন ও পরিবেশ উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার জানান, খুব তাড়াতাড়ি সুন্দরবনে পর্যটক প্রবেশের অনুমতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে বনবিভাগ। সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসকল ব্যাপারে আলোচনা হয়েছে।
তবে করোনা পরিস্থিতির ব্যাপারটি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একটি জাহাজে ৫০ জনের বেশি যাওয়া যাবে না। শারীরিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিতে দূরত্ব বজায় রেখেই সরকারি সকল স্বাস্থ্যবিধি মানতে হবে ট্যুর অপরারেটর এবং পর্যটকদের।
এই ব্যাপারে পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বশির আল মামুন বলেন, বন অধিদফতরের আদেশ পেলেই প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে। দু’একদিনের মধ্যে নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন তারা।
আনন্দবাজার/এইচ এস কে