বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝড়ের সম্ভাবনা নেই, দুর্বল হচ্ছে নিম্নচাপ

রাজধানী ঢাকাসহ পাশ্ববর্তী এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি এখন লঘুচাপ আকার ধারণ করেছে। এটি উত্তর বা উত্তরপূর্ব দিকে এগিয়ে দুর্বল হয়ে যাবে। এছাড়াও উপকূল, বঙ্গোপসাগর বা সমুদ্র বন্দরে ঝড়ের কোনও সম্ভাবনা নেই।

আজ শনিবার (২৪ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ দেওয়া আবহাওয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার খবরে বলা হয়েছে, মানিকগঞ্জ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়েছে। এর বাগে এটি দুর্বল হয়ে সকাল ৬টার দিকে গাজীপুর ও তৎসলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছিল। এটি উত্তর বা উত্তরপূর্ব দিকে অগ্রস হয়ে আরও দুর্বল হয়ে যাবে।

খবরে আরও বলা হয়, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

সংবাদটি শেয়ার করুন