ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমদানি বৃদ্ধিতে কমছে কাঁচামরিচের দাম

বেশ কিছুদিন ধরে কাঁচামরিচের দাম ‍ঊর্ধ্ধমূখী থাকলেও সেটি এখন কমতে শুরু করেছে। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হওয়া কাঁচামরিচের দাম এখন ১০০ টাকার কাছাকাছি চলে এসেছে। আগে ছিল ১৫০ টাকা। এমনকি একদিনের ব্যবধানে আমদানি হওয়া কাঁচামরিচের দাম কেজিপ্রতি ৩০ টাকা পর্যন্ত কমেছে। 

মূলত বন্দর দিয়ে আগের চেয়ে বেশি পরিমাণ কাঁচামরিচ আমদানি হওয়ায় বাজারে চাহিদা ও সরবরাহে কিছুটা ভারসাম্য তৈরি হয়েছে। এ কারণে দাম আগের তুলনায় কমতে শুরু করেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল প্রতি কেজি আমদানিকৃত কাঁচামরিচ বিক্রি হয়েছে ১০০-১১০ টাকায়। একদিন আগেও তা ১৩০-১৪০ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে একদিনের ব্যবধানে আমদানি করা এসব কাঁচামরিচ পাইকারি বিক্রিতে দাম কমেছে ৩০ টাকার মতো।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, আগে বন্দর দিয়ে গড়ে প্রতিদিন ৬০-৭০ টন কাঁচামরিচ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ১০০-১৩০ টনে দাঁড়িয়েছে। এর ওপর শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বন্দর দিয়ে ২১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ থাকবে।

এ কারণে গত মঙ্গলবার একদিনেই বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ২২২ টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। ফলে দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এছাড়া বাজারে দেশীয় বিভিন্ন অঞ্চলের কাঁচামরিচ উঠতে শুরু করায় দাম কমছে বলে জানান এ ব্যবসায়ী।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন