ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যের যুগ শেষ : পুতিন

আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রেরে একচ্ছত্র আধিপকত্যের যুগ বহু আগেই শেষ হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার স্থানীয় একটি থিঙ্কট্যাঙ্ককে দেয়া সাক্ষাতকারে পুতিন এ মন্তব্য করেন। 

রুশ প্রেসিডেন্ট বলেন, অনেক আগেই বিশ্বে ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটছে। এক সময় বিশ্বেজুড়ে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য থাকলেও এখন আর তাদের সে দাবি করা সম্ভব নয়। সে সময় বেশিরভাগ আন্তর্জাতিক সমস্যা ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা হতো।

পুতিন বলেন, বর্তমানে চীন ও জার্মানি যথাক্রমে অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে পরাশক্তিতে অগ্রসর হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক বিষয়গুলোতে ব্রিটেন ও ফ্রান্সের ভূমিকাও লক্ষণীয়ভাবে পরিবর্তিত হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন