কমছেই না সবজির বাজারের চড়া দাম। নতুন করে দাম না বাড়লেও পূর্বের চড়া দামেই বিক্রি হচ্ছে বাজারের অধিকাংশ সবজি। শুক্রবার রাজধানীর বাজারগুলোতে ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে।
দুই দফায় সরকার বেঁধে দেয়ার পরও আলুর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। খুচরায় ৩৫ টাকা কেজি নির্ধারণ করলেও ৪৫ টাকার নিচে কোথাও আলু বিক্রি হচ্ছে না।
খিলগাঁওয়ের আলু বিক্রেতা আশরাফ আলী বলেন, আমাদের আলু দুই দিন আগে কেনা। এই আলু গড়ে ৪২ টাকা কেজি কিনে আনা। সেই আলু বাছাই করে ৫০ টাকা বিক্রি করেছি। এতে কোনো রকমে আসল উঠে আসবে। এর নিচে বিক্রি করলে লোকসান গুণতে হবে।
এদিকে গত সপ্তাহের মতো শিম, পাকা টমেটো, গাজর, বেগুন ও উস্তার কেজি একশ টাকার ঘরে রয়েছে। পাকা টমেটো এখনও ১২০ থেকে ১৪০ টাকা এবং গাজর ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহে ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হওয়া শিমের দাম কিছুটা কমে ৮০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ৯০ থেকে ১০০ টাকার শসা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়।
এছাড়া বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, গত সপ্তাহে যা ছিল ৮০ থেকে ১২০ টাকা। গত সপ্তাহের মতো বেগুন ৮০ থেকে ১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। উস্তা গত সপ্তাহের মতো কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। পটল কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা এবং ঢেঁড়স কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।
বাজারে দাম অপরিবর্তিত রয়েছে ঝিঙা, কাঁকরোল, ধুন্দুল ও কচুর লতির। ঝিঙা ৭০ থেকে ৮০ টাকা এবং কাঁকরোল ও কচুর লতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। গত সপ্তাহের মতোই লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপির পিস বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা দরে। কাঁচামরিচ কেজিতে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায় এবং পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা করে।
আনন্দবাজার/ডব্লিউ এস