ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারের ভোট জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ : ওবামা

যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে তীব্র লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, সেগুলোর একটি হলো পেনসিলভানিয়া। গতকাল বুধবার সেখানে সফর করেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

সেখানে ওবামা তার ভাষণে বলেন, ফিলাডেলফিয়া, আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনটি আর মাত্র ১৩ দিন পর অনুষ্ঠিত হচ্ছে। আমরা পরবর্তী ১৩ দিনে যা করব তা কয়েক দশক ধরে গুরুত্বপূর্ণ হবে।

পেনসিলভানিয়াকে গুরুত্ব দিচ্ছে রিপাবলিকানও। তাই গত মঙ্গলবার ওই অঙ্গরাজ্যের আরেক শহরে সমাবেশ করেছিলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি দুই সপ্তাহেরও কম। শেষ দিনগুলোকে সর্বোচ্চ কাজে লাগাতে গোটা দেশ চষে বেড়াচ্ছেন ট্রাম্প। এমনকি দিনে দুই-তিনটি করে সমাবেশেও অংশ নিচ্ছেন তিনি।

এদিকে সপ্তাহে একটি বা দুটি সমাবেশের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখছেন বাইডেন। সাক্ষাৎকার, বিবৃতি, টেলিভিশন বক্তব্য আর অনলাইন সম্প্রচারে সীমাবদ্ধ বাইডেনের প্রচার কার্যক্রম। এমন জনবিচ্ছিন্ন প্রচার কৌশলের জন্য সমালোচিত হলেও সব জরিপে ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে বাইডেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন