ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ২০

নাইজেরিয়ার লাগোসে শহরে কারফিউ ভেঙে বিক্ষোভ করায় বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি চালানোর অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে। এছাড়াও পুলিশের গুলিতে অনেক হতাহতের ঘটনা ঘটেছে।

টানা দু’সপ্তাহ ধরে পুলিশের বিতর্কিত বিশেষ বাহিনী স্পেশাল অ্যান্টি-রবারি স্কোয়াডের (সার্স) বর্বরতার বিরুদ্ধে নাইজেরিয়াজুড়ে বিক্ষোভ করছে দেশটির সাধারণ জনগণ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি নিজেই ২০ জনের মৃতদেহ দেখেছেন। ৫০ জনের বেশি মানষ আহত হয়েছেন। এদিকে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, তাদের কাছে গুলিতে মৃত্যুর বিশ্বাসযোগ্য রিপোর্ট রয়েছে।

এ আন্দোলনের মুখে পড়ে নাইজেরিয়ায় প্রেসিডেন্ট মুহাম্মদ বুহারি পুলিশের এই সার্স বাহিনী ভেঙে দেযার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে অভিযোগ উঠা পুলিশদের বিচারের মাধ্যমে কঠোর শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

তবে বিক্ষোভকারীরা বলেছেন, এই বাহিনীকে বিলুপ্ত করলেই তাদের ওপর নির্যাতনের ঘটনা বন্ধ হবে না। তাই তারা অভিযুক্ত কর্মকর্তাদের বিচার, নির্যাতনের শিকার পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং পুলিশের পুরো বাহিনীতে সংস্কারের দাবি জানিয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন