কয়েকদফায় বন্যায় মাছ ভেসে যাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রায় এক হাজার দুইশ’ মৎস্য চাষি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এতে মৎস্য চাষিদের আনুমানিক প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া অবকাঠামোগতও অনেক ক্ষতি হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মো. সলিমুল্লাহ ব্যাপারটি নিশ্চিত করেছেন। তবে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানান ওই কর্মকর্তা।
ক্ষতিগ্রস্ত বেশিরভাগ মাছচাষিরা নানা ব্যাংক, এনজিও, সমিতি ও স্থানীয় সুদের ব্যবসায়ীদের কাছ থেকে ধার-দেনা করে টাকা এনে মাছ চাষ করেছেন। বন্যায় মাছ ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিরা বর্তমানে সর্বস্ব হারিয়ে ব্যাপক অসহায় হয়ে পড়েছেন। আর তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে ক্ষতিগ্রস্তরা সরকারিভাবে আর্থিক সহায়তার দাবি করেন।
উপজেলার চাপাইর গ্রামের মো.কামাল হোসেন জানান, আমার দুটি পুকুরে তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতলা, পুঁটিসহ নানা প্রজাতির মাছ ছিলো। কিন্তু কয়েকদফা বন্যায় পুকুর তলিয়ে সম্পূর্ণ মাছ ভেসে গেছে। জাল দিয়ে আটকানোর সুযোগ পায়নি। এতে আমার প্রায় ৫ থেকে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মো. সলিমুল্লাহ জানান, ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের তালিকা করে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে। ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে এবং চাষিদের সংকট নির্মূলে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।
এদিকে, উপজেলার ঢালজোড়া, চাঁনপুর, বলিয়াদী, সুত্রাপুর ও ফুলবাড়িয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম তলিয়ে পানিবন্দি হয়ে পড়েছে অসংখ্য পরিবার।
আনন্দবাজার/এইচ এস কে