চীনের পণ্যগুলোর রফতানি নিয়ন্ত্রণের জন্য নতুন একটি আইন পাস করেছে দেশটি সরকার। জাতীয় নিরাপত্তা সুরক্ষা ও স্বার্থরক্ষার লক্ষ্যেই সংবেদনশীল পণ্য রফতানি কড়াকড়ি করে এই আইন পাস করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া।
সিনহুয়া জানিয়েছে, শনিবার চীনের শীর্ষ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেস স্থায়ী কমিটি দ্বারা এই আইনটি পাস করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর করা হবে।
যে সকল দেশ রফতানি নিয়ন্ত্রণের অপব্যবহার করে এবং চীনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, সেসব দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে এই আইন পাস করা হয়েছে। তবে সিনহুয়ার প্রতিবেদনে নির্দিষ্ট কোনো দেশকে লক্ষ্যবস্ত করার কথা প্রকাশ করা হয়নি।
চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, নতুন এই আইনের প্রকাশিত বিবরণ অনুসারে, প্রযুক্তিগত ডাটা সম্পর্কিত আইটেমগুলো নতুন আইনের বিধিনিষেধের আওতায় থাকবে। এছাড়াও নিয়ন্ত্রিত পণ্যগুলোর মধ্যে সামরিক, পারমাণবিক পণ্যগুলোও অন্তর্ভুক্ত আছে।
আনন্দবাজার/এম.কে