ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্ধারিত দামে মিলছে না আলু

বাজারের নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দামের উত্থানে নাকাল সাধারণ মানুষ। দিনের পর দিন লাইন ধরে প্রতিটি জিনিসের মূল্য বেড়েই চলেছে। এদিকে, সরকার খুচরা পর্যায়ে আলুর দাম সর্বোচ্চ ৩০ টাকা কেজিতে বেঁধে দেওয়ার পরও নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যটি সেই দামে বাজারে মিলছে না।

শনিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ৪০ টাকা থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আবার কিছু কিছু দোকনিকে কেজিতে ৫০ টাকায়ও বিক্রি করতে দেখা গেছে।

পাড়া-মহল্লার দোকানে খুচরায় এই আলু বিক্রি হচ্ছে ৪৫ টাকা থেকে ৫০ টাকায়।

রাজধানীর টাউনহলবাজারের পাইকার মকবুল মিয়া বলেন, সরকার দাম কমাতে চাপ দিলেও বাস্তবে বেপারিরা দাম কমাচ্ছে না।

প্রতি কেজি আলুর খুচরা দাম ৫০ টাকায় ওঠার পর ৭ অক্টোবর পণ্যটির উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন পর্যায়ের ব্যয় বিশ্লেষণ করে মুনাফা ধর হিমাগার পর্যায়ে ২৩ টাকা, পাইকারি পর্যায়ে সর্বোচ্চ ২৫ টাকা ও খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৩০ টাকায় বেঁধে দেয়ে কৃষি বিপণন অধিদপ্তর।

আলু সরবরাহকারী ফকরুল ইসলাম দৈনিক আনন্দবাজারকে বলেন, এবার আলুর মজুদ খুবই কম। বাজারে চাহিদা বেশি থাকায় মহাজনরা দাম বাড়িয়েছেন। গত কয়েক বছরে অনেকেই আলুর ব্যবসা করতে গিয়ে দেউলিয়া হয়েছিলেন। তারা এবার ৪০ টাকার নিচে আলু ছাড়তে চাচ্ছেন না।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, দেশের সব জায়গায় আলুর দাম কমতে আরও কিছুদিন সময় লাগবে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন