শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচক হওয়ার দৌড়ে নাফিস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় নির্বাচক কে হবেন এ নিয়ে ক্রিকেটপাড়ায় আলোচনা চলছে অনেক দিন যাবৎ। আড়াই মাস আগেই এই পদে নতুন কাউকে নিয়োগ দিতে আবেদন করা হয়েছিল। কিন্তু কোভিড-১৯ এর প্রভাবে এতদিন এই নিয়োগ প্রক্রিয়াও থেমে ছিল।

এরই মাঝে আবারও মিরপুরে ক্রিকেট ফিরেছে। তাই তৃতীয় নির্বাচক নিয়োগ দেয়ার কার্যক্রমও শুরু হয়ে গেছে। জানা যায় সাবেক তিন ক্রিকেটার আবদুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস, নাফিস ইকবালের নাম প্রস্তাব করা হয়। এই তিন সিনিয়রের ভিতরে নির্বাচক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন শাহরিয়ার নাফিস।

নাফিস বলেন, ‘আমার সাথে বিসিবি থেকে এখনও কেউ এই ব্যাপারে যোগাযোগ করেনি, তাই আনুষ্ঠানিক কোন প্রস্তাবনা আসেনি। কিন্তু প্রস্তাব দেওয়া হলে অবশ্যই আমি বিবেচনা করব।’

গত দু-তিন বছর ধরে জাতীয় দল, এইচপি, ‘এ’ দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের কাজ চালিয়ে নিচ্ছে নান্নু ও বাশার নির্বাচক প্যানেল। ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, বিসিএল, জাতীয় লিগের পুলের ক্রিকেটারও বাছাই করতে হয় তাঁদের। এই দিক চিন্তা করেই দ্রুত তৃতীয় নির্বাচক নিয়োগ দিতে পারে বিসিবি।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওয়ানডে টিকিটের মূল্য

সংবাদটি শেয়ার করুন