ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

তুরস্কে মদ্যপানে নিহত ৪৪

তুরস্কে অবৈধ উপায়ে বাসায় তৈরি করা মদ পানের পর বিষক্রিয়ায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। গেল এক সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে মদ্যপানে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি বলছে, মদ্যপানের পর বিষক্রিয়ায় পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। এরপর গত শুক্রবার এ অঞ্চলে অন্তত ১৮ জন মারা যায়। এছাড়া আরও সাতটি প্রদেশের বিভিন্ন এলাকায় বাকিদের প্রাণ গেছে।

দেশটির পুলিশ বলছে, অবৈধ উপায়ে মদ তৈরি এবং বিক্রির দায়ে গত চারদিনে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন মাদকযুক্ত কিছু পরিষ্কারক ব্যবহার করে বাসায় পানীয় তৈরি করে পান করেছেন বলে সন্দেহ করছে পুলিশ।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন