বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের জার্সিতে খেলতে চান জাপানি তরুণী

প্রবাসীদের অনেকেই জাতীয় ফুটবল দলে হয়ে খেলতে ইচ্ছে প্রকাশ করেছে। এদের মধ্যে শুধু জামাল ভূঁইয়াই দলে জায়গা করে নিতে পেরেছিলেন। এখানেই থেমে থাকেন নি বরং দলের দায়িত্বও এখন তার কাঁধে। এবার নারী ফুটবলেও এমন কাউকে পেতে যাচ্ছে বাংলাদেশ। তিনি হলেন জাপানি তরুণী মাতসুশিমা সুমাইয়া।

মাতসুশিমার জাপানে জন্মগ্রহন করে সেখানেই বসবাস করছেন। তার মা জাপানি হলেও বাবা একজন বাংলাদেশি। এ কারণেই তার হৃদয়ে বাংলাদেশের জন্য বিশেষ জায়গা রয়েছে। মূলত এজন্যই লাল সবুজের জার্সি গায়ে জড়াতে চান সুমাইয়া।

সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই বিষয়টি নিশ্চিত করেছে। বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে তারা লিখেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) ‌২০ বছর বয়সী ফ্রিস্টাইল ফুটবল প্রতিভা মাতসুশিমা সুমাইয়ার দিকে নজর রাখছে।

এরই মধ্যে বিএফএফের টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মল্লি এবং বাংলাদেশের মহিলা দলের কোচ জনাব গোলাম রব্বানী সুমাইয়াকে বাফুফে ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  মেসিকে যে পছন্দ করে না, সে ফুটবলই বোঝে না- ভালদানো

সংবাদটি শেয়ার করুন