ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসম্মুখে এসেই মাস্ক খুলে ফেললেন ডোনাল্ড ট্রাম্প

সাম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোভিড-১৯ পরীক্ষা নিয়ে এ পর্যন্ত সরকারিভাবে কোনো তথ্য দেয়নি হোয়াইট হাউস। তবে করোনা সংক্রমণ ট্রাম্পকে দমাতে পারেনি। আসন্ন নির্বাচন উপলক্ষে সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দেয়ার আগে মাস্কও খুলে ফেলতে দেখা যায় তাকে।

করোনা আক্রান্ত হওয়ার ১০ দিন পর এটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার জনসমক্ষে আসা। এ দিন দুপুর থেকেই হোয়াইট হাউসের সাউথ লনে জড়ো হয়েছিলো রিপাবলিক সমর্থকরা। তাদের বেশিরভাগেরই গায়ে হালকা নীল টি শার্ট আর মাথায় ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ স্লোগান লেখা টুপি। আর এই মঞ্চেই হাসিমুখে ‘নির্বাচনী প্রচার’ করলেন সদ্য হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ট্রাম্প।

হোয়াইট হাউসের ব্যালকনিতে পা রেখেই মার্কিন প্রেসিডেন্ট বলেন,‘‘আমার দারুণ লাগছে’’। সঙ্গে সঙ্গেই খুলে ফেললেন নিজের সার্জিক্যাল মাস্কও। এরপর সাধারণত ট্রাম্পের নির্বাচনী প্রচার চলে ঘণ্টা দেড়েক ধরে।

তিনি বলেন, এখন আমার খুব ভাল লাগছে। আগামী নির্বাচন এদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা ঘর থেকে বের হবেন এবং ভোট দিবেন।

তিনি আরও বলেন, রিপাবলিকদের প্রতিদ্বন্দ্বীরা অবৈজ্ঞানিক ভাবে লকডাউন করে করোনাভাইরাসের প্রভাব থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া ধ্বংস করে দিবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন