ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লক মার্কেটে ২০ কোম্পানির সাড়ে ১৩ কোটি টাকার লেনদেন

দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১২ অক্টোবর) ব্লক মার্কেটে মোট ২০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ৩৯ লাখ ৮৬ হাজার ৯৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। শেয়ারটির আর্থিক মূল্য ১৩ কোটি ৫৯ লাখ টাকা।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ব্লক মার্কেটে সবথেকে বেশি টাকার লেনদেন হয়েছে ব্রাক ব্যাংক লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস। কোম্পানিটি ১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে এ অবস্থানে রয়েছে।

 তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। কোম্পানিটি ১ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে এ অবস্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান ফিড, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বিডি ফিন্যান্স, বিজিআইসি, ডিবিএইচ, ঢাকা ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, যমুনা ব্যাংক, মেট্রো স্পিনিং,ন্যাশনাল ফিড মিল, নর্দার্ণ ইন্স্যুরেন্স, পাইওনিয়র ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সিঙ্গারবিডি ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন