মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একটি নতুন ফোরাম গঠনের জন্য আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ইরানের পরমাণু চুক্তির প্রতি চীনের সমর্থন পুর্নব্যক্ত করেন ওয়াং ই।
শনিবার (১০ অক্টোবার) চীনের দক্ষিণ- পশ্চিমাঞ্চলীয় তেংচং শহরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে এক বৈঠককালে এ আহ্বান জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী।
এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীন সরকার সবার সমান অংশগ্রহণে একটি আঞ্চলিক বহুপাক্ষিক সংলাপ প্লাটফর্ম গঠনের জন্য প্রস্তাব দিয়েছে। এই ফোরাম সংলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যে পারষ্পরিক সমঝোতা বাড়াবে এবং নিরাপত্তা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে পারবে।
আনন্দবাজার/এম.কে