ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজারে ভিভোর ৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা ফোন

‘ভিভো বাংলাদেশ’ নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে দেশের বাজারে। ভিভো ভি২০ মডেলের ডিভাইসটিতে প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ৩২ হাজার ৯৯০ টাকা দামের ডিভাইসটির বিশেষ বৈশিষ্ট্য হলো ৪৪ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

ভিভো বাংলাদেশের দাবি, অন্যান্য স্মার্টফোনে ৩৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত ফোকাস করা যায়। তবে ভিভো ভি২০-এর আই অটোফোকাস প্রযুক্তি বিষয়বস্তু যতদূরই থাকুক তাকে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করে। এমনকি বিষয়বস্তু চলমান হলেও ফোকাস ধরে রাখতে পারে এ প্রযুক্তি। তাই স্পষ্ট ছবি তুলতে সহায়তা করবে ভিভো ভি২০। এছাড়া ভিভো ভি২০ স্মার্টফোনে এজি গ্লাস, ডুয়াল ভিডিও ক্যামেরাসহ দারুণ কিছু প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

গত শুক্রবার থেকে দেশের ক্রেতাদের জন্য ভিভো ভি২০ স্মার্টফোনের প্রাক-ক্রয়াদেশ নিতে শুরু করেছে ভিভো বাংলাদেশ। ১৫ অক্টোবর পর্যন্ত ডিভাইসটির প্রাক-ক্রয়াদেশ দেয়া যাবে।

ভিভোর নতুন ডিভাইসটির আরেকটি বৈশিষ্ট্য হলো স্লিমনেস। ভিভো ভি২০ স্মার্টফোনের থিকনেস মাত্র ৭ দশমিক ৩৮ মিমি। বাজারে বর্তমানে বিদ্যমান সবচেয়ে থিক স্মার্টফোন ৭ দশমিক ৪৮ মিমি। ভিভো ভি২০ হবে সবচেয়ে পাতলা স্মার্টফোন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন