ঢাকা | শনিবার
১৯শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদিতে দুই দফা ড্রোন হামলা চালিয়েছে হুথিরা

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীরা সৌদি আরবে দুই দফা ড্রোন হামলা চালিয়েছে বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আজ শনিবার সৌদির এক বিবৃতিতে বলা হয়, হুথিদের দু’টি ড্রোন হামলা প্রতিহত করেছে এবং ওই ড্রোনগুলো ধ্বংস করে দেয়া হয়েছে।

ইয়েমেন থেকে এসব হামলা চালানো হয়েছে। তবে নির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানোর আগেই এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি। এদিকে এসব হামলা সম্পর্কে হুথিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকেই সংঘাত-হামলায় বিধ্বস্ত ইয়েমেন। আর সে সময় রাজধানী সানা দখলে নেয় হুথিরা। তখন দেশটির প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদি হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে পালিয়ে সৌদি আরবে আশ্রয় নেন। তারপর থেকেই দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগই হুথিদের নিয়ন্ত্রণে চলে যায়।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন