ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে আসছে নতুন দুই ব্যাংক

প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)- এর মাধ্যমে শেয়ারবাজারে আসছে নতুন প্রজন্মের দুটি ব্যাংক। চতুর্থ প্রজন্মের এই ব্যাংক দুটি হলো- দেশি উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড এবং প্রবাসী উদ্যোক্তাদের এনআরবিসি ব্যাংক লিমিটেড। এতে দীর্ঘ এক যুগ পর শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে নতুন কোনো ব্যাংক।

ইতোমধ্যে ব্যাংক দুটির মাঝে এনআরবিসি ব্যাংক আইপিওর জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। আর এসবিএসি ব্যাংক ২০২০ সালের ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন দিয়ে আইপিওতে আসতে আবেদন বিএসইসিতে জমা দেওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলাম। তিনি জানান, এই মুহুর্তে একটি ব্যাংক আইপিওতে আসতে আবেদন করেছে। আমরা ব্যাংকের আবেদন যাচাই বাছাই করে দ্রুত আইপিওর অনুমোদন দিয়ে দেব। ব্যাংকগুলো শেয়ারবাজারে আসলে বাজার বড় হবে বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৮ সালে ব্যাংকখাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। অর্থাৎ ১২ বছরের বেশি সময় পর কোনো ব্যাংক শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় আছে। বর্তমানে সরকারি-বেসরকারি ব্যাংক মিলে ৩০টি ব্যাংক তালিকাভুক্ত আছে। এই ব্যাংকগুলো শেয়ারবাজারে মূলধনের প্রায় ২৫ শতাংশ অবদান রাখছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন