ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ্যমাত্রায় পৌঁছায়নি নাইজেরিয়ার কাজুবাদাম উৎপাদন

চলতি মৌসুমে নাইজেরিয়ার কাজুবাদাম উৎপাদনের লক্ষ্য তিন লাখ টনে উন্নীত করার আশা থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ এ লক্ষ্য পূরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। খাতসংশ্লিষ্টরা বলছেন, কভিড-১৯ মহামারির কারণে চলতি বছর নাইজেরিয়ায় কাজুবাদাম উৎপাদন লক্ষ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে থাকতে পারে। 

ন্যাশনাল ক্যাশু অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার (এনসিএএন) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮-১৯ মৌসুমে নাইজেরিয়ায় সর্বমোট ২ লাখ ৫০ হাজার টন কাজুবাদাম উৎপাদন হয়েছিল। রেকর্ড উৎপাদনের পর আশাবাদী হয়ে ওঠেন নাইজেরীয় কাজুচাষীরা।

এ ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি চলতি (২০১৯-২০) মৌসুমে দেশটিতে সর্বমোট ৩ লাখ ৫০ হাজার টন কাজুবাদাম উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে পণ্যটির উৎপাদন ১ লাখ টন বাড়ার কথা থাকলেও সে অনুযায়ী বাড়েনি।

এ বিষয়ে সিকোস নাইজেরিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ওজো আজানাকু বলেন, রফতানি খাতকে চাঙ্গা করতে অজ্বালানি পণ্য হিসেবে কাজুবাদাম খাতে জোর দেয়া হয়েছিল। আশা করা হচ্ছিল, এবারের মৌসুমে উৎপাদন সাড়ে ৩ লাখ টনে উন্নীত করার মধ্য দিয়ে পণ্যটির রফতানিও বাড়ানো যাবে। তবে করোনা মহামারি পরিস্থিতি পাল্টে দিয়েছে। মৌসুম শেষে উৎপাদন লক্ষ্য পূরণ না হলে নাইজেরিয়া থেকে কাজুবাদাম রফতানিও খুব একটা বাড়বে না।

তবে চলতি মৌসুমে লক্ষ্য পূরণে পিছিয়ে থাকলেও ২০২৫ সাল নাগাদ এক মৌসুমে নাইজেরিয়ায় পাঁচ লাখ টন কাজুবাদাম উৎপাদনের লক্ষ্য অপরিবর্তিত রেখেছে এনসিএএন।

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন