ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় গড়েরডাঙ্গায় ভূমিহীনের বসত ঘর ভাংচুর

পাইকগাছায় চাঁদখালীর গড়েরডাঙ্গায় ভূমিহীন পরিবারের একমাত্র বসত ঘর ভেঙ্গে দেওয়ায় মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।

জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গায় ৩ বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে আব্দুর রহিম। আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে ডিসিআর মুলে জমি নিয়ে ৭ সদস্যের পরিবার নিয়ে একটি ঘর তৈরী করে বসবাসের পাশাপাশি সেখানে চায়ের দোকানে চা বিক্রি করে আসছি।

স্থানীয় কতিপয় দুষ্টচক্র প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে একমাত্র আশ্রয়স্থলটি ভেঙ্গে দিয়েছে। বর্তমানে আব্দুর রহিমের পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে আব্দুর রহিমের ছেলে আনিছ জানান, কিছু গাঁজাখোর চোর ডাকাতদের তাদের দোকানে আড্ডা দিতে না দেয়ায় চক্রান্ত করে আমাদের ঘরটি ভেঙ্গে দিয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম জানান, উক্ত ঘরটি সরকারি জায়গায় হওয়ায় অভিযোগের প্রেক্ষিতে ভেঙ্গে দেয়া হয়েছে।

আনন্দবাজার/শাহী/ইমদাদ

সংবাদটি শেয়ার করুন