মহামারি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ভালো আছেন। পাশাপাশি ট্রাম্প এও জানিয়েছেন যে আগামী কয়েকদিন হবে তার জন্য ‘সত্যিকারের পরীক্ষা’।
স্থানীয় সময় শনিবার রাতে হাসপাতাল থেকে দেওয়া এক ভিডিও পোস্টে এই আশার কথা বলেছেন ট্রাম্প। আজ রবিবার (০৪ অক্টোবর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নির্বাচনী প্রচার শেষে করার বিষয়েও আশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, যেভাবে নির্বাচনী প্রচার শুরু হয়েছিল, আমি তা শেষ করার অপেক্ষায় রয়েছি।
বিশ্বব্যাপি করোনার বিপক্ষেও মোকাবেলা করতে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে যারা তাকে শুভকামনা জানিয়েছেন ও যেসব বিশ্ব নেতা তার প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, তাদের সবার প্রতি তিনি অত্যন্ত কৃতজ্ঞ।
চার মিনিটের ভিডিও বার্তায় ট্রাম্প ওলটার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়েছেন।
ভিডিওবার্তায় ট্রাম্প বলেন, হাসপাতালে আসার পূর্বে ভালো লাগছিল না, এখন আমি ভাল বোধ করতে করতেছি। আমার ধারণা, পরের কয়েকদিনই আসল পরীক্ষা। পরের কয়েক দিন কী ঘটে তা দেখা যাবে।
আনন্দবাজার/এফআইবি