ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে মিলছে স্বল্পমূল্যের ফরমালিনমুক্ত সবজি

মুন্সিগঞ্জের জমিদারপাড়া সংলগ্ন প্রধান সড়কে সবজির বাজারটিতে ভোরের আলো ফুটতে না ফুটতেই শুরু হয় জমজমাট বেচাকেনা। স্থানীয় চাষিদের বাড়ির আঙিনায় উৎপাদিত তাজা সবজির মেলা বসে সেখানে।

সবজির এই মেলায় নানান রকমের স্থানীয় সবজি পাওয়া যায়। ক্রেতা-বিক্রেতার দুই ঘণ্টার এই বাজারের সময় প্রধান সড়কটি বন্ধ থাকে। জৈবসারে উৎপাদিত সুস্বাদু সবজি পাওয়া যায় বলে ভোরের এই হাটের কদর একটু বেশিই। কৃষকের কাছ থেকে পাইকাররাও সুলভ মূল্যে এখান থেকে সবজি কিনে খুচরাবাজারে বিক্রি করে থাকেন।

বাজার পরিচালক মাহবুব আলম বলেন, চাষিরা নিজের জমির ফসল তুলে এনে এখানে বিক্রি করে। তাই এখানে সব ধরণের সবজি ফরমালিনমুক্ত।

বাজারে প্রতি কেজি কাঁকরোল ৩০ টাকা, মুলা ২৬, বরবটি ৬০,  ধুন্দল ৪০,  লালশাক ২৫, পেপে ২৫ , করলা ৭০ টাকা, মিষ্টিকুমড়া ৩০, লাউ ২০, পুইশাক ২৫, লাউশাখ ২২ ও বেগুন ৭০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন