ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিগঙ্গা নদী রক্ষা বাঁধে ভাঙন, দিশেহারা শহরবাসী

চলতি বছর দফায় দফায় বন্যার কবলে পড়ছে অসহায় সব মানুষ। দু’দফা বন্যার পর ফের পানি বৃদ্ধি পাচ্ছে মানিকগঞ্জ শহরের কালিগঙ্গা নদীতে। ফলে নদীটির নানা এলাকায় শুরু হয়েছে ভাঙনের। যার প্রভাব পড়েছে কালিগঙ্গা শহরের নদীর রক্ষা বাঁধেও। বাঁধটিতে ভাঙনের ফলে একেবারে দিশেহারা হয়ে পড়েছে শহরবাসী।

জানা গেছে, ১০ বছর আগে কালিগঙ্গা নদীর ভাঙন রোধে ৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বাঁধ তৈরি করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এতে ভাঙ্নের কবল থেকে সাময়িকভাবে রক্ষা পায় শহরবাসী। কিন্তু আবার দ্রুত গতিতে ভাঙন শুরু হওয়ায় বিপাকে পড়েছে প্রায় হাজার খানেক পরিবার। তাই দ্রুত সময়ের মধ্যে ওই বাঁধটি পুননির্মাণের দাবি এলাকাবাসীর।

মানিকগঞ্জ শহরের বোয়ালিয়া এলাকার আলম মিয়া জানান, কালিগঙ্গা নদীর তীরে বাঁধ নির্মাণের পর থেকে বেশ নিরাপদে ছিলাম। কিন্তু সম্প্রতি বাঁধে ভাঙন শুরু হওয়ায় এখন দিশেহারা অবস্থায় দিন পাড় করছি। প্রায় সপ্তাহ খানেক ধরে এই বাঁধে ভাঙন শুরু হয়েছে। দ্রুত সময়ে বাঁধ রক্ষা না করা হলে অনেক বসত ভিটা নদী গর্ভে বিলীন হবে বলে জানান তিনি।

তাই দ্রুত সময়ের মধ্যে বাঁধটির ক্ষতিগ্রস্থ অংশ মেরামত না করা হলে প্রায় হাজার খানেক বসত ভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

এই ব্যাপারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইনুদ্দিন জানান, ২০১০-১১ অর্থ বছরে শহরের বান্দুটিয়া থেকে বোয়ালিয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় ৯ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এই শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন