দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বৃদ্ধি পেয়েছে। দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোও ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ১২০ পয়েন্টে অবস্থান করছে। তাছাড়া শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমছে।
আজ ডিএসইতে ৯১৪ কোটি টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬১ কোটি ৩৬ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৮৫৩ কোটি টাকার।
আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৫৭ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৬০ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/এফআইবি