ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই দশক পর আজ বাবরি মসজিদ ভাঙার রায়

দীর্ঘ ২৮ বছর পর আজ বুধবার ভারতের একটি আদালত বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় ঘোষণা করবে। বাবরি মসজিদ ভাঙার ঘটনায় অভিযুক্ত রয়েছেন বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদবাণী, মুরলী মনোহর জোশী, কল্যাণ সিং, উমা ভারতীসহ ৩২ জন। এ রায় দিবেন লখনৌয়ের বিশেষ আদালতের বিচারক সুরেন্দ্র কুমার যাদব।

এর আগে আদালত নির্দেশ দিয়েছিল, আদবাণী, জোশী, কল্যাণ সিং, উমা ভারতীদের সশরীরে আদালতকক্ষে হাজির থাকতে হবে। তবে ৯০ বছর বয়সী আদবাণী ও ৮৬ বছর বয়সী মুরলী মনোহর জোশী জানিয়েছেন, বয়সের কারণে তারা আদালতে উপস্থিত থাকতে পারবেন না।

এছাড়া উমা ভারতী করোনায় আক্রান্ত এবং কল্যাণ সিংও অসুস্থ। ফলে তারা কেউই আদালতে থাকবেন না। তবে আদবাণী, জোশী, কল্যাণ সিং জানিয়েছিল, তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিতে পারেন। আর হাজির থাকবেন আদালতে।

এই রায়কে ঘিরে প্রবল নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে লখনৌয়ের আদালত কক্ষে। ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না অভিযুক্ত ও তাদের আইনজীবী ছাড়া অন্য কাউকে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন