শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির মোট ৩৪ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ তথ্য জানা গেছে ডিএসই সূত্রে।

মঙ্গলবার কোম্পানিটির মোট ১ কোটি ৩৩ লাখ ৯৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

অপরদিকে ২৭ লাখ ৮৩ হাজার ১১৮টি শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে আছে বেক্সিমকো ফার্মা লিমিটেড। যার বাজার মূল্য ৩৩ কোটি ১৯ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে আছে প্যারামান্ট টেক্সটাইল। কোম্পানিটির ৪৬ লাখ ৫৪ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৭ কোটি ১৫ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ও কর্ণফুলী ইন্স্যুরেন্স লিমিটেড।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  বিএনপির ১৪ নেতার আগাম জামিন

সংবাদটি শেয়ার করুন