ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর সর্বমোট ১ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ৯০৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৯ কোটি ৩২ লাখ টাকা।
আজ (২৯ সেপ্টেম্বর) মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে এনসিসি ব্যাংকের শেয়ার। কোম্পানিটি ১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, এমবি ফার্মা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বঙ্গজ, বার্জার পেইন্টস,ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, জিএসপি ফিন্যান্স, কেডিএস এক্সেসরিজ,ম্যারিকো, এম.এল ডাইং, ওয়াইম্যাক্স, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, সী পার্ল বীচ, সিঙ্গারবিডি, এসকে ট্রিমস, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড পাওয়ার ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
আনন্দবাজার/ইউএসএস