ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারের বাণিজ্য মেলা হতে পারে অনলাইনে

করোনার কারণে অনিশ্চিত হয়ে পড়েছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রতিবারের মতো এবারও জনসমাগমে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে কি-না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। প্রতিবছর জানুয়ারির ১ তারিখ থেকে বাণিজ্য মেলা শুরু হয়। কিন্তু আগামী নভেম্বর-ডিসেম্বরে দেশে দ্বিতীয় ধাপে করোনা আবার বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত রফতানি উন্নয়ন ব্যুরোর ১৪০তম বোর্ড সভায় আগামী বাণিজ্য মেলা নিয়ে আলোচনায় এসব তথ্য উঠে আসে। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এবারের মেলা ২৬ মার্চ শুরুর প্রস্তাব এসেছে। সবকিছু বিবেচনা করে আগামী বাণিজ্য মেলা ভার্চুয়াল বা অনলাইনে এবং শারীরিক ‍উপস্থিতি উভয় পদ্ধতিতে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। এছাড়া এবার ২০২১ সাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে রাজধানীর পূর্বাচলে। এ কারণে আগারগাঁও থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা স্থায়ীভাবে পূর্বাচলে নিয়ে যাওয়ার জন্য সেখানে বাণিজ্য মেলার নিজস্ব কমপ্লেক্স বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

ভার্চুয়ালি মেলা হলে সেটা কী ফরম্যাটে হবে, এ বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত বাণিজ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে সামাজিক দূরত্ব নিশ্চিত করে স্টল বা প্যাভিলিয়ন স্থাপন করা হবে। সেসব স্টল বা প্যাভিলিয়ন অনলাইনে প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। এর ফলে দর্শনার্থী বা ক্রেতা মেলা প্রাঙ্গণে না গিয়েও অনলাইনে সব পণ্য দেখতে পারবে। পছন্দ অনুযায়ী পণ্য ক্রয়ও করতে পারবে।

তিনি আরও বলেন, অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের ক্রেতারাও পণ্য কেনার জন্য অর্ডার করতে পারবেন। বর্তমানে বিশ্বে প্রায় অধিকাংশ দেশেই এভাবে মেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতিতি উভয় পদ্ধতিতেই আগামী বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হচ্ছে। পরিস্থিতির ওপর নির্ভর করে এবারের মেলার আয়োজন করা হবে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন