দিনাজপুরের হিলি স্থলবন্দরে কেজিতে ৩০ টাকা করে কমেছে আমদানিকৃত কাঁচামরিচের দাম। বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচামরিচ পাইকারিতে প্রকারভেদে ১০০- ১৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, দেশের বাজারে কাঁচামরিচের মূল্যবৃদ্ধি রুখতে ও সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বেশ কিছু দিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি দেশের বাজারে ভালো চাহিদা থাকায় ও ভালো দাম পাওয়ায় কাঁচামরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা।
তিনি বলেন, দেশের অন্যান্য বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হওয়ায় দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বেড়েছে। এছাড়াও টানা বৃষ্টিপাতের দেশের বিভিন্ন অঞ্চলের মোকামগুলোতে কাঁচামরিচের চাহিদা একটু কমায় কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে।
আনন্দবাজার/ডব্লিউ এস