রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভোমরা স্থলবন্দর দিয়ে আবার পেঁয়াজ আসা বন্ধ

সাতক্ষীরার স্থলবন্দর দিয়ে আবারও বন্ধ রয়েছে পেঁয়াজ আমদানি। গত ১৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ওই বন্দর দিয়ে মোট ৯৭১ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ দেশে প্রবেশ করে। কিন্তু এরপর বন্দরে এর কোন পেঁয়াজবাহী ট্রাক আসেনি।

বন্দরের রাজস্ব কর্মকর্তা মহসিন হোসেন বলেন, ১৯ সেপ্টেম্বর ৩১ ট্রাকযোগে ৭২১ মেট্রিক টন, ২০ সেপ্টেম্বর পাঁচ ট্রাকযোগে ১০৮ মেট্রিক টন, ২১ সেপ্টেম্বর চার ট্রাকযোগে ৯৬ মেট্রিক টন এবং ২২ সেপ্টম্বর তিন ট্রাকযোগে ৪৬ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আসে। কিন্তু ২৩ সেপ্টেম্বর আর কোনো পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেনি।

এদিকে ভারতের রফতানি নিষেধাজ্ঞার কারণে ট্রাক আটকে থাকায় ভোমরা দিয়ে আসা পেঁয়াজের বেশিরভাগই নষ্ট হয়ে গেছে।

এই ব্যাপারে ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান,  এখনও প্রায় দুই শতাধিক পেঁয়াজবাহী ট্রাক ভারতে আটকে আছে, যার কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। তবে এসব পেঁয়াজ রফতানির জন্য প্রস্তুত থাকলেও তা বাংলাদেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না ভারত সরকার।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  পচা পেঁয়াজ নিয়ে চরম বিপাকে ভোমরার আমদানিকারকরা

সংবাদটি শেয়ার করুন