অনলাইনে অর্ডারের মাধ্যমে বাড়িতে গিয়ে খাবার সরবরাহের প্রতিষ্ঠান ফুডপান্ডাকে বয়কট কারার ঘোষণা দিয়েছে পাকিস্তানের করাচিরর রেস্টুরেন্টগুলো।
সম্প্রতি অল পাকিস্তান রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশেন (এপিআরএ) ফুডপান্ডার বিরুদ্ধে ‘অনৈতিক পদ্ধতি’ অনুসরণের অভিযোগ এনে এই ঘোষণা দিয়েছে বলে ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।
জানা যায়, অনলাইনে খাবার বিক্রিতে কমিশন ১৮ শতাংশ থেকে ৩৫ শতাংশ বৃদ্ধি করার দাবির পরিপ্রেক্ষিতে এপিআরএ সাময়িকভাবে ফুডপান্ডা বয়কটের ঘোষণা দিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর থেকে প্রায় ২০০টি খাবারের দোকান এ সিদ্ধান্ত নেয়।
এদিকে ফুড পান্ডার প্রধান নির্বাহী বরাবর পাঠানো এক চিঠিতে এপিআরএ’র চেয়ারম্যান মুহাম্মদান নাইম সিদ্দিকী বলেন, যদি অনৈতিক প্রক্রিয়া বন্ধ না হয়, তাহলে স্থায়ীভাবে ফুডপান্ডা বয়কট করা হবে।
আনন্দবাজার/এম.কে