ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আরব লিগের সভাপতি পদ প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন

একাধিক বার ইসরায়েলের সঙ্গে আরব দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রতিবাদে আরব লিগের সভাপতি পদের দায়িত্ব গ্রহণ করবে না ফিলিস্তিন। এর আগে ইহুদিবাদী দেশটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং বাহারাইনের নিন্দা করতে আরব লিগের বৈঠকে একটি প্রস্তাব তোলে ফিলিস্তিন। তবে সে প্রস্তাব গ্রহণ করা হয়নি। খবর: আলজাজিরা

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের পররাষ্ট্র ও অভিবাসী বিষয়কমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেন, সবশেষ ঘটনাবলির প্রেক্ষাপটে ফিলিস্তিন রাষ্ট্র আরব লিগের পর্যায়ক্রমিক সভাপতির পদ প্রত্যাখ্যান জানিয়েছে।

আল-মালিকি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরও আরব লিগ সংযুক্ত আরব আমিরাত ও বাহারাইনের পক্ষ অবলম্বন করায় আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

তবে আরব লিগ থেকে সদস্যপদ ছেড়ে দেবে না ফিলিস্তিন। এতে করে বাজে ধরনের দৃশ্যপট তৈরি হবে বলেও মন্তব্য করেন রিয়াদ আল-মালিকি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন