হিলিতে আবারও চড়তে শুরু করেছে কাঁচামরিচের দাম। টানা কয়েকদিন কম থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে ফের বাড়তে শুরু করেছে পণ্যটির দাম। একদিনের ব্যবধানে আমদানি করা কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে সর্বোচ্চ ৫০ টাকা।
গতকাল হিলির পাইকারি আড়তগুলো ঘুরে জানা যায়, ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে। একদিন আগেও যা মানভেদে ৫০-৭০ টাকায় বিক্রি হয়েছে। সেই হিসাবে একদিনে হিলির পাইকারি বাজারে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে সর্বোচ্চ ৫০ টাকা।
স্থানীয় আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, অতিবৃষ্টি ও দীর্ঘমেয়াদি বন্যার কারণে এবার কাঁচামরিচের ক্ষেত্রে আমদানিনির্ভরতা বেড়েছে। কেননা বৃষ্টিতে দেশের বিভিন্ন প্রান্তের ক্ষেতে কাঁচামরিচ নষ্ট হয়ে গেছে। বাজারে পণ্যটির সরবরাহ কমে এসেছে। এ কারণে দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে সড়ক ও রেলপথে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত রেখেছেন হিলির আমদানিকারকরা।
তিনি আরও বলেন, কাঁচামরিচের আমদানি পরিস্থিতি বদলাতে শুরু করেছে। ভারত থেকে পণ্যটির আমদানি সীমিত হয়ে এসেছে। আগে এ স্থলবন্দর দিয়ে প্রতিদিন ২০-২৫ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও বর্তমানে তা কমে ১০-১৫ ট্রাকে নেমে এসেছে। মূলত ভারতের বাজারে পণ্যটির সরবরাহ কমায় আমদানি সীমিত হয়ে এসেছে।
হিলি স্থলবন্দর কার্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার এ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১৫টি ট্রাকে সব মিলিয়ে ৯২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। পর্যাপ্ত আমদানি অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে পাইকারি পর্যায়ে কাঁচামরিচের দাম ফের কমতে পারে।
আনন্দবাজার/ডব্লিউ এস