ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আবারও বাড়ছে কাঁচা মরিচের দাম

টানা কয়েকদিন কাঁচামরিচের দাম কম থাকার পর গতকাল আকস্মিকভাবেই দিনাজপুরের হিলি স্থল বন্দরে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে । একদিন আগেও বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচামরিচ ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর ফলে খুচরা বাজারে কাঁচা মরিচের দাম আরো বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারকরা জানান, অতিবৃষ্টি ও বন্যার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন ব্যহত হওয়ার কারণে দাম বেশ ঊর্ধ্বমুখি হয়ে যায়। এমন অবস্থায় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক এবং দাম নাগালের মধ্যে রাখতে বেশ কিছু দিন ধরেই বন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত আছে। কিন্তু সম্প্রতি ভারতেরও বিভিন্ন অঞ্চলে বন্যা হওয়ায়  কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। যার কারণে ভারতের বাজারেই পণ্যটির সরবরাহ যেমন কমেছে, তেমনি দামও আগের তুলনায় বেড়েছে।

আমদানিকারকরা জানান, বন্দর দিয়ে আগে ২০ থেকে ২৫ ট্রাক কাঁচামরিচ আমদানি হলেও বর্তমানে তা কমে ১০ থেকে ১৫ ট্রাকে নেমে এসেছে। আর বাড়তি দামে আমদানির কারণে  ও দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ কম থাকার ফলে কাঁচামরিচের দাম আবারো বাড়তে শুরু করেছে।

বন্দরসূত্রে জানা গেছে, গতকাল রবিবার হিলি স্থলবন্দর দিয়ে ১৫টি ট্রাকে ৯২ টন কাঁচামরিচ আমদানি হয়েছে, আমদানি বাড়লে কাঁচামরিচের দাম কমে আসতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন