ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উচ্চমূল্যে বিদ্যুৎ কিনে লোকসান গুনছে বিউবো

মূলত তিনটি খাত থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয়, আবার তা কম মূল্য বিক্রি করার কারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) লোকসান ক্রমেই বেড়ে চলেছে। আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য বিউবোকে জুলাই-মে মাস পর্যন্ত ১১ মাসে ভর্তুকিবাবদ ছয় হাজার ৫০০ কোটি প্রদান করা হয়েছে। শেষ তিন মাস (মার্চ,এপ্রিল,মে) বিউবোর লোকসান হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। এর মধ্যে ভারত থেকে বিদ্যুৎ আমদানির কারণে লোকসান গুনতে হয়েছে ১১১ কোটি টাকা।

বিউবো বলছে, চলতি বছরের তিন মাসে (মার্চ, এপ্রিল ও মে) পিডিবির আর্থিক ক্ষতি হয়েছে প্রায় এক হাজার ৯০০ কোটি টাকা। মূলত তিন খাত থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কেনার কারণে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) এই লোকসান হয়েছে। এই তিন খাত হচ্ছে আইপিপি (ইন্ডিডেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট), ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং ভারত থেকে বিদ্যুৎ আমদানির কারণে।

এই অবস্থায় পিডিবির পক্ষ থেকে দ্রুত এই পরিমাণ অর্থ ছাড় করার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়। এই আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এক হাজার ১৪৩ কোটি ছয় লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় করা হয়েছে বলে জানা গেছে ।

এর আগে গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আট মাসে পিডিবির লোকসানের বিপরীতে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ হাজার ৩৫৫ লাখ টাকা ভর্তুকি বাবদ প্রদান করা হয় বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন