ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ মাঠে গড়াচ্ছে আইপিএল

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৩তম আসর। আজ শনিবার রাতে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও রানার্সআপ চেন্নাই সুপার কিংস।

করোনার সংক্রমণ এড়াতে এবার অনেক কিছুই বদলে যাচ্ছে। স্টেডিয়ামে ঢুকতে পারবেন না দর্শক এবং সংবাদমাধ্যম। তবে ম্যাচ শেষ হওয়ার পর একটি সাংবাদিক বৈঠক করবেন দুই দলের প্রতিনিধিরা। প্রথমবারের মতো আইপিএলে আলাদা করে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। এবার স্টেডিয়ামে থাকবেন না চিয়ারলিডাররাও।

আবু ধাবির আবহাওয়া জানিয়েছে, আজ সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

বিশেষজ্ঞরা জানান, স্টেডিয়ামে রানের বর্ষণ হওয়ার সম্ভাবনাও কম। কারণ, এখানকার পিচে টার্ন আছে। আবার মাঝে মাঝে বল নেমে যাওয়ার সম্ভাবনাও থাকছে। সেই সঙ্গে বড় বাউন্ডারি। স্বাভাবিকভাবেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ব্যাটসম্যানদের।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ :
কুইন্টন ডি কক, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, নাথান কুল্টার নাইল/মিচেল ম্যাকক্লানাঘান, ট্রেন্ট বোল্ট, জশপ্রীত বুমরাহ, রাহুল চাহার

চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য একাদশ :
শেন ওয়াটসন, ফ্যাফ ডু’প্লেসিস, আম্বাতি রায়ডু, এম এস ধোনি, কেদার যাদব, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, পীযূষ চাওলা, শার্দূল ঠাকুর, দীপক চাহার, ইমরান তাহির/ লুঙ্গি এনগিডি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন