ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় মোটা চালের দাম কেজিতে ১৬ টাকা বেড়েছে

নওগাঁর চালের মোকাম ও খুচরা বাজারগুলোতে মোটা চালের সংকট দেখা গেছে। কিছু দোকান ও আড়তে পাওয়া গেলেও পাইকারিতে তা ৪০–৪১ টাকা এবং খুচরায় ৪৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ বোরো মৌসুমের শুরুতে দেশের অন্যতম এই মোকামে প্রতি কেজি মোটা চাল পাইকারিতে ৩৬–৩৭ টাকা ও খুচরায় ৩৮ টাকা দরে বিক্রি হয়েছে।

তবে শুধু মোটা চালই নয়, সব ধরনের চালের দামই গত বছরের চেয়ে অনেক বেড়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষসহ স্বল্প আয়ের পরিবারগুলো।

বাজারের পাইকারি বিক্রেতা সত্য চক্রবর্তী বলেন, গত বছরে যে মোটা চাল ২৬-২৭ টাকায় বিক্রি করেছি , এখন সে চাল ৪১-৪২ টাকায় বিক্রি হচ্ছে। মধ্যম মানের জিরা ও কাটারি চালের দামও গত বছরের তুলনায় অনেক বেশি।

এদিকে বাজারদরের তুলনায় সরকারের ক্রয়মূল্য কম হওয়ায় নওগাঁর অধিকাংশ মিলার (চালকলমালিক) চুক্তি করেও নির্ধারিত সময়ে সরকারি গুদামে চাল দেননি। চুক্তিবদ্ধ এসব চালকলের মালিকদের বারবার তাগাদা দেওয়ার পরও গুদামে চাল দিতে আগ্রহ দেখাচ্ছেন না। একইভাবে বাজারদরের চেয়ে সরকারি ক্রয়মূল্য কম হওয়ায় বেশির ভাগ কৃষক ধান দেননি বলে অভিযোগ আছে।

নির্ধারিত সময়ের মধ্যে যেসব চালকলের মালিক সরকারি গুদামে চাল দেবেন না, তাঁদের বিরুদ্ধে চুক্তির শর্ত অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন