২০১৯ সালের ৩ এপ্রিল পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের আবেদন করে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। প্রায় এক বছরের বেশি সময় পর চলতি বছরের ১৬ জুলাই মূলধন উত্তোলনের অনুমোদন পেয়েছে। এখনো প্রক্রিয়া সম্পন্ন হয়নি।
দীর্ঘসূত্রতার বিষয়ে কমিশন বলছে, মূলধন উত্তোলনে ইস্যুয়ার কোম্পানি প্রয়োজনীয় কাগজপত্র দিতে বিলম্ব করায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়। তবে এখন থেকে আর সময় নষ্ট হবে না। আইনের মধ্যে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে আইপিও দেওয়া হবে।
পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, কোনো কোম্পানি আইপিও আবেদন জমা দেওয়ার পর ৪০ দিনের মধ্যে অসম্পূর্ণতা দূর করতে হবে। শর্ত পূরণে ব্যর্থ হলে নতুন করে আবেদন দিতে হবে। প্রয়োজনীয় সব কাগজপত্র ঠিক থাকা সাপেক্ষে ৬০ দিনের মধ্যে লেটার অব কনসেন্ট দেবে। তবে কাগজপত্রে অসম্পূর্ণতার কারণে আইপিও না দিলে ওই সময়ের মধ্যে প্রত্যাহারের বিষয়ে কোম্পানিকে জানাতে হবে। আর কমিশন কর্তৃক আবেদন প্রত্যাহার করা হলে ৬০ দিনের মধ্যে আবারও আবেদন করতে হবে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্র জানায়, আইপিওর ক্ষেত্রে দীর্ঘসূত্রতা কমাতে গত ২০ আগস্ট একটি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।
পাবলিক ইস্যু রুলস অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আইপিও অনুমোদন দেওয়া হবে। সাধারণত ৬০ দিনের মধ্যে একটি কোম্পানির বিষয়ে লেটার অব কনসেন্ট অথবা বাতিল করার বিধান রয়েছে।
আনন্দবাজার/ইউএসএস