ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোদির মন্ত্রিসভা পদত্যাগ করলেন পাঞ্জাবি নেত্রী

মোদি সরকারের কৃষকবিরোধী আইনের বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন পাঞ্জাবের অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল। মন্ত্রিসভায় হরসিমরত ছিলেন অকালি দলের একমাত্র সদস্য।

গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজেপির সবচেয়ে পুরোনো জোটসঙ্গী ও এনডিএ জোটের অন্যতম শরিক দলের এই নেত্রী তার পদত্যাগের খবর নিশ্চিত করেছেন।
এই প্রথম মোদির ক্ষমতাকালে কোনও শরিক দলের মন্ত্রী সরাসরি সরকারি নীতির বিরোধিতা করে পদত্যাগ করলেন।

টুইটারে হারসিমরত লিখেন, সরকারের কৃষকবিরোধী অর্ডিন্যান্স এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক এবং তাদের ভাইবোনদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।

এর আগে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় লোকসভায় ‘দি ফার্মার্স প্রডিউস অ্যান্ড কমার্স (প্রমোশন অ্যান্ড ফেসিলিটেশন) বিল’, ‘দি ফার্মার্স (এমপাওয়ারমেন্ট অ্যান্ড প্রটেকশন) বিল’ এবং ‘দি এসেনশিয়াল কমোডিটিস (অ্যামেন্ডমেন্ট) বিল’ নামে তিনটি বিল পাস হয়েছিল।

প্রস্তাবিত কৃষি বিল তিনটি কৃষকদের স্বার্থরক্ষায় এবং সুরক্ষা বৃদ্ধির জন্য করা হয়েছে বলে দাবি বিজেপি সরকারের। তবে সরকারের এই ব্যাখা মানেনি কংগ্রেস, আম আদমি পার্টিসহ হরিয়ানা ও পাঞ্জাবের সাধারণ কৃষক। এইসব বিলের বিরুদ্ধে রিতীমত বিক্ষোভ করেছে।

পাঞ্জাবের চাষিরা হুঁশিয়ারি দিয়েছিলেন, যে সাংসদরা কৃষিক্ষেত্রে সংস্কারের আইনকে সমর্থন জানিয়ে রাজ্যে ফিরবেন, তাদের গ্রামে ঢুকতে দেওয়া হবে না।

অন্যদিকে কংগ্রেস, আম আদমি পার্টির নেতারা প্রশ্ন তুলেন, কেন অকালি দলের মন্ত্রী কৃষিতে সংস্কারের বিরোধিতা করে মোদি সরকার থেকে পদত্যাগ করছেন না? এসব চাপের মধ্যে পড়েই গতকাল বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন হরসিমরত।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন