ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে পাটকল খুলে দেওয়ার দাবিতে শ্রমিক সমাবেশ

সম্প্রতি সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুরে অবস্থিত সিরাজগঞ্জ জাতীয় জুট মিলসহ দেশের সকল বন্ধ পাটকল খুলে দেওয়ার দাবিতে গতকাল বুধবার দুপুরে পাটকল শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

জানা গেছে, সিরাজগঞ্জ জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ মিল গেটের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন জাতীয় মুক্তি কাউন্সিলের আহ্বায়ক বরকতুল্লাহ, সিরাজগঞ্জ কমিউনিস্ট পার্টির নেতা ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ জেলা বাসদের আহ্বায়ক নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ জাতীয় জুটমিল শ্রমিক লীগের সভাপতি আওরঙ্গ আজিজ স্বপন প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিক-কর্মচারী নেতাদের সাথে আলোচনা চলা অবস্থায় হঠাৎ করে গত ২ জুলাই জাতীয় জুট মিলসহ দেশের ২৫টি পাটকল বন্ধ করে দেওয়া হয়। করোনার মধ্যে এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হলেও শ্রমিকদের প্রাপ্য বকেয়া ও ঈদ বোনাস এখনও পরিশোধ করা হয়নি। এ কারণে সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের প্রায় ২ হাজার ২০০ শ্রমিক-কর্মচারী অভাব-অনটনে জীবনযাপন করছেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন