জলবায়ু পরিবর্তন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম মূল ইস্যুতে পরিণত হয়েছে। গতকাল সোমবার দাবানল বিধ্বস্ত পশ্চিমাঞ্চল সফরে গিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমার মনে হয় না আসলে যা ঘটছে তা বিজ্ঞান বুঝতে পারছে।
এদিকে প্রতিদ্বন্দ্বি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ট্রাম্পকে জলবায়ুতে অগ্নিসংযোগকারী হিসেবে আখ্যা দিয়েছেন।
এসব তথ্য জানিয়েছে, মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন।
ব্যাপক দাবানলের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন একটি ফ্যাক্টর কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি ব্যবস্থাপনা পরিস্থিতিই দায়ী। তিনি বলেন, আবহাওয়া শীতল হতে শুরু করবে, আপনি শুধু দেখেন, আমি মনে করি না বিজ্ঞানই চূড়ান্ত।
তবে এই পরিস্থিতিতে ট্রাম্পের অতীত রেকর্ড তুলে ধরে সমালোচনায় মুখর হয়ে উঠেছেন জো বাইডেন। তিনি বলেন, কেবল বর্তমান জরুরি পরিস্থিতিতেই নয় মিডওয়েস্টে বন্যা এবং গাল্ফ কোস্টে হারিকেনের সময়েও নিষ্ক্রিয় থেকেছেন ট্রাম্প। ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে অস্বীকার করায় ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
বাইডেন বলেন, আরও চার বছর ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে যুক্তরাষ্ট্রের জন্য তা বিপজ্জনক হবে। তিনি আরও বলেন, ট্রাম্পের জলবায়ু পরিবর্তন বিষয়ক অস্বীকৃতি যদি আরও চার বছর চলতে থাকে তাহলে দাবানলে আর কতগুলো উপশহর পুড়ে যাবে? আর কতগুলো উপশহর এলাকা বন্যায় কবলিত হয়ে থাকবে? আর কতগুলো উপশহর মারাত্মক ঝড়ে উড়ে যাবে? আপনি যদি জলবায়ুতে অগ্নিসংযোগকারী কাউকে আরও চার বছর হোয়াইট হাউসে থাকতে দেন তাহলে যদি আমেরিকা আরও বেশি পুড়ে যায় তাহলে কেউ কেন বিস্মিত হবে?
আনন্দবাজার/টি এস পি