ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার) এক টুইট বার্তায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের হামলার ভয়াবহ পাল্টা জবাব দেয়ার হুঙ্কার দেন।
ট্রাম্প তার টুইট বার্তায় লিখেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো হামলার জবাব এক হাজার গুণ দেয়া হবে। দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনার করছে ইরান, আর এমন খবরের প্রেক্ষিতে ট্রাম্প এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গণমাধ্যমের ওই খবরের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডের জবাব দিতে তেহরান হয়তো একটি হামলা বা আততায়ী হামলার ষড়যন্ত্র চালাচ্ছে।
উল্লেখ্য, ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল সোলাইমানি চলতি বছরের জানুয়ারিতে মার্কিন এক ড্রোন হামলা নিহত হয়। ইরাকের রাজধানী বাগদাদের এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর জেনারেল সোলাইমানির গাড়ি বহরে হামলা চালানো হয়েছিল।
আনন্দবাজার/এম.কে