ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় কক্সবাজারে দেখা দিয়েছে খাদ্য ঝুঁকি

কোভিড-১৯ কেবলমাত্র একটি স্বাস্থ্যগত সংকটই নয়, এর পাশাপাশি বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের জন্য এটি একটি আর্থ-সামাজিক সংকট। মহামারী করোনাভাইরাসের প্রভাবে কক্সবাজার শহরের প্রায় অর্ধেক জনগণ খাদ্য বিষয়ক ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এ সময়ে জীবিকা ও উপার্জনে ব্যাপক মন্দার কারণে এসব মানুষকে খাদ্য জোগাড় করতে বেশ কষ্ট করতে হয়েছে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পাঠানো একটি মূল্যায়ন থেকে এসব তথ্য জানা গেছে।

কক্সবাজার আরবান ভালনারেবিলিটি এসেসমেন্টে দেখা যায়, জরিপকৃত জনগণের ৪০ শতাংশেরই মার্চ মাস থেকে কোনো আয়-উপার্জন নেই এবং ৪৮ শতাংশ মানুষকে পর্যাপ্ত খাবার কিনতে বেশ কষ্ট পেতে হয়েছে। ফলে, এসব মানুষ বাংলাদেশ সরকার ও দাতা গোষ্ঠীর সহায়তার ওপর ব্যাপক মাত্রায় নির্ভর করে আসছে।

ডব্লিউএফপি কক্সবাজারের সিনিয়র ইমার্জেন্সি কো-অরডিনেটর শিলা গ্রুডেম বলেন, বাংলাদেশে শহরে বসবাসকারী জনগণ এবং জীবন-জীবিকার জন্য পর্যটন ও মজুরি খাতের ওপর নির্ভরশীল মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দিনমজুরীর সাথে সম্পৃক্ত মানুষের আয় কমেছে ৭০ শতাংশেরও বেশি। আর যেসব মানুষ স্বনির্ভর, তাদের আয় কমেছে ৪৪ শতাংশ। লকডাউনের সময় ব্যবসায়ীদের আয় তাদের স্বাভাবিক আয়ের তুলনায় দুই-তৃতীয়াংশ কমেছে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন