বরগুনার আমতলীতে বাজারে কাঁচা মরিচের ঝাঁঝে এর কাছেই যাওয়া যাচ্ছে না- আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের বাজার করতে আসা ক্রেতাদের মুখে মুখে এমনই অভিযোগ।
সরেজমিনে বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ এখন ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে অধিকাংশ সবজি বিক্রেতাদের দোকানেই মরিচের সংকট। দুই-একটি দোকানে মরিচ পাওয়া গেলেও তার মূল্য অনেক চড়া। বলতে গেলে ক্রেতাদের একেবারেই সাধ্যের বাইরে।
এই ব্যাপারে গৃহিনী রাশিদা বেগম জানান, আমতলী পৌর সদরের কাঁচা বাজারে কাঁচা মরিচ কিনতে গেলে প্রতিকেজি ৩০০ টাকা মূল্য চান বিক্রেতারা। এত বেশি দামে মরিচ কেনা সম্ভব না। তাই না কিনেই বাসায় ফিরে যাচ্ছি। ভাবছি কাঁচা মরিচ ছাড়াই তরকারি রান্না করব এখন থেকে।
মূল্য না কমার কারণ হিসেবে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন জানান, আমতলী বাজারে বেশিরভাগই উত্তরাঞ্চল থেকে আসা কাঁচামাল এবং সবজি বিক্রি হয়। সম্প্রতি বন্যার পানিতে দেশের অধিকাংশ মরিচক্ষেত তলিয়ে যাওয়ায় সরবরাহ কম। সামান্য কিছু পাওয়া গেলেও তার দাম আকাশছোঁয়া। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
আনন্দবাজার/এইচ এস কে