শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে সফটওয়্যার পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে জেলার উপজেলা নির্বাচন কর্মকর্তা, ৩য় শ্রেণীর কর্মচারী ও ডাটা এন্ট্রি অপারেটরদের অংশগ্রহনে নুতন কার্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার পরিচালনা সংক্রান্ত দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জেলা নির্বাচন কার্যালয়ের সভাকক্ষে রবিবার সকাল ১০ টায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা ওহেদুজ্জামান মুন্সি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শেখ মো: জালাল উদ্দিন। ৪০ জন এই কর্মশালায় অংশগ্রহন করেছে। কর্মশালায় কর্মকর্তাদের সেবকের ভুমিকায় সকল মানুষকে দ্রুত সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

এর পূর্বে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দিন জেলা নির্বাচন অফিসে সেবা নিতে আসা মায়েদের শিশুদের ব্রেষ্টফিডিং করার জন্য একটি কর্নারের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এই উদ্যোগের জন্য জেলা নির্বাচন অফিসকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আনন্দবাজার/শাহী/বাঁধন

আরও পড়ুনঃ  ‘সব ওয়ার্ডে গণশৌচাগার নির্মিত হবে’

সংবাদটি শেয়ার করুন