সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া খল অভিনেতা সাদেক বাচ্চুকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, সাদেক বাচ্চুর হৃদযন্ত্রের ৮০ শতাংশই কাজ করছে না। ফলে তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে। অভিনেতার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান চিকিৎসকরা।
এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে তীব্র জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাদেক বাচ্চু। সেখানে তার করোনা টেস্ট করা হয়। গত মঙ্গলবার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপর অবস্থার অবনতি হওয়ায় গতকাল শনিবার তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
জানা গেছে, সাদেক বাচ্চুর শরীরে করোনা ছাড়াও আরও বেশকিছু ‘ক্রিটিক্যাল’ সমস্যা আছে। তার মধ্যে ফুসফুসের ইনফেকশনটা নিয়ে বেশ শংকায় আছে তার পরিবার। চিকিৎসকদের বরাত দিয়ে অভিনেতার মেয়ে সাদিকা ফাইরুজ মেহজাবিন বলেন, বাবার এই অবস্থা উন্নতি হতে কিছুদিন সময় লাগবে। কারণ ফুসফুসের ইনফেকশনটা একটু ছড়িয়ে গেছে। সেই সাথে বাবার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেতা সাদেক বাচ্চুর মেয়ে।
প্রায় ৫০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মঞ্চ, বেতার, টিভি, সিনেমা- সর্বত্র দাপুটে বিচরণ সাদেক বাচ্চুর। নব্বই দশকে এহতেশামের ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের পর জনপ্রিয়তা পান খলনায়ক হিসেবে। এরপর থেকে কয়েক’শ ছবিতে খলঅভিনেতা হিসেবে প্রতাপের সাথে কাজ করেছেন।
নায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিতে অভিনয়ের সুবাদে ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন সাদেক বাচ্চু।