ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুনীড় সাংস্কৃতিক পাঠশালার আনুষ্ঠানিক যাত্রা শুরু

শিশুদের শিল্প – সংস্কৃতি চর্চা ও মনস্ত্বাতিক বিকাশ সম্প্রসারিত করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো ‘শিশুনীড় সাংস্কৃতিক পাঠশালা”

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮.৩০ টায় এক জুম লাইভের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্ভোধন ঘোষণা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের লাইভে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য অসীম কুমার তালুকদার, সরকারী রেল পরিদর্শক, রেলওয়ে মন্ত্রনালয় , বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোটের সাধারন সম্পাদক নিয়াজ আহমেদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সাংগঠনিক সম্পাদক তপন হাফিজ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সাবেক সাধারন সম্পাদক আক্তারুজ্জামান, দনিয়া সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক এইচ আর অনিক, রঙ্গপীঠ নাট্যদল এর দলপ্রধান গোলাম জিলানী, বৃত্ত নাট্যদল এর দল প্রধান সাকিল, উৎস নাট্যদল এর কার্যকরী সভাপতি রাকিবুল ইসলাম, উৎস নাট্যদল এর সাধারন সম্পাদক অর্ক আহমেদ রিপন সহ আরো অনেকে।

এছাড়াও শিশু সংগঠন ঐক্যজোট এর সভাপতি শাহআলম সিকদার জয় এবং গ্রুপ থিয়েটার ফেডারেশন এর সাধারণ সম্পাদক কামাল বায়েজিদ সহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা শুভেচ্ছা জানিয়েছেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উৎস নাট্যদল এর সভাপতি ইমরান হোসেন ইমু।

মুক্তিযুদ্ধের চেতনার কথা উল্লেখ করে শিশুনীড় এর সাধারন সম্পাদক শাহীদ আপন জানান, “নবীনের সৃষ্টি নবীনের গান, হারাবে ভয় জাগাবে প্রান” এই স্লোগান কে সামনে রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে শিশুদের মাঝে বিকসিত করে তোলার জন্যই আমাদের পথচলা। তিনি আরও জানান, বাঙালীর সংস্কৃতির ইতিহাস হাজার বছরের ইতিহাস। এই ইতিহাস শিশুদের জানার প্রয়োজন আছে। তার জন্য আমরা চেষ্টা করছি শিশুদের দ্বারে দ্বারে শিশুনীড় সাংস্কৃতিক পাঠশালার কর্মকান্ড ছড়িয়ে দিতে।

উদ্ভোধনী অনুষ্ঠানকে আকর্ষনীয় করে তুলতে শিশুনীড় এর সদস্যদের ছিল বেশ কয়েকটি পরিবেশনা। শিশুনীড় এর সদস্য ছোট্ট শিশু সোনামনি মেধা, ত্রিদীব, তৃয়াসা ও জান্নাত এর জাকজমকপূর্ণ নাচ, গান ও কবিতার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান হয়ে উঠেছিল মনোমুগ্ধকর।

শিশুনীড় এর সভাপতি জীবন কুমার সরকার জানান, সুস্থ ধারার বাঙালি সংস্কৃতি, অসাম্প্রদায়িকতা ও শিল্পকলা বাঁচিয়ে রাখতে আমাদের শিশুদের সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সকল শুভানুধ্যায়ীদের তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশুনীড় সাংস্কৃতিক পাঠশালার পথ চলাতে তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। শিশু সংগঠনের মাধ্যমে আমার, আপনার ও সবার শিশু হয়ে উঠুক সুস্থধারার সংস্কৃতির ধারক ও বাহক এ আশাবাদ ব্যক্ত করেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন