ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বাড়ল

যশোরের বাজারে দিন দিন বেড়েই চলেছে পেঁয়াজের দাম। মাত্র পাঁচ দিনের ব্যবধানে যশোর বড়বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজে মূল্য বৃদ্ধি পেয়েছে ১৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজে পাঁচ টাকা। আমদানিকারকদের দাবি, ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। আর স্থানীয় ব্যবসায়ীয়া বলছেন, সুযোগ বুঝে মজুতদাররা দেশি পেঁয়াজের মূল্য বাড়িয়ে দিয়েছেন। তাই সময় থাকতে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভোক্তারা।

গতকাল মঙ্গলবার যশোর বড়বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ প্রতি কেজি ৬০ টাকা মূল্যে বিক্রি হয়েছে। আর ভারতীয় আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০ টাকা। মাত্র পাঁচ দিন আগেও এ বাজারে দেশি পেঁয়াজ ৪৫ টাকা, এবং ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

ভারতীয় পেঁয়াজ আমদানিকারক সাতক্ষীরার আবু জাফর জানান, সম্প্রতি ভারতে বন্যার কারণে পেঁয়াজের ব্যাপক সংকট দেখা দিয়েছিল, সে কারণে স্থানীয় বাজারে পেঁয়াজের দাম বেড়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে, দামও কমতে শুরু করেছে।

যশোর বড়বাজার এইচএমএম রোডের পাইকারি ব্যবসায়ী ‘নিউ মদিনা ভাণ্ডার’-এর স্বত্বাধিকারী শেখ জিয়া জানান, তিনি গতকাল তার আড়তে দেশি পেঁয়াজ পাইকারি মানভেদে ৪৬ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। ভারতীয় আমদানি করা পেঁয়াজ বিক্রি করেছেন ৩৫ টাকা।

এ ব্যাপারে যশোর কৃষি বিপণন অধিদপ্তরের জেলা মার্কেটিং অফিসার সুজাত হোসেন খান জানান, বাজারে ইচ্ছেমতো কেউ পেঁয়াজের মূল্য বাড়াতে পারবে না। আড়তদার ও খুচরা দোকানিদের ক্রয়মূল্যের রশিদ দেখাতে হবে, অনিয়ম পেলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা আজকালের মধ্যে যশোরের বিভিন্ন বাজারে অভিযানে নামব।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন