ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাইডেন জিতলে যুক্তরাষ্ট্রকে দখল করবে চীন : ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হলে যুক্তরাষ্ট্রকে চীন দখল করবে বলে মন্তব্য করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ওয়ার্ল্ড ট্রেড অরগ্যানাইজেশনে চীনের প্রবেশকে সমর্থন করেন বাইডেন। বাইডেন নাফটার প্রতি সমর্থন দিয়েছেন এমনকি তিনি ওয়ার্ল্ড ট্রেড অরগ্যানাইজেশনে চীনের অংশ গ্রহণ চান।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার দিকে তাকিয়ে আছি। তারা আমাদের সঙ্গে খুবই ভালো আচরণ করছে। তারা আমাদের সঙ্গে নরম সুরে কথা বলছে।
চীন বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি অনুসরণ করে না। চীনের প্রতি এ কারণেই বিশ্ব বাণিজ্য সংস্থার আচরণ ভালো নয় বলে মনে করেন ট্রাম্প।

বাইডেনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি নির্বাচনে জয়ী হলে আমাদের দেশের দখল নেবে চীন। তার দাবি, তার শাসনামলে যুক্তরাষ্ট্র উৎপাদনে শক্তিশালী দেশে পরিণত হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন